শায়খ খালিদ ইয়াসিন একজন বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ও লেখক। তিনি ১৯৪৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন। নয় ভাই-বোনের সংসারে আর্থিক অনটনের কারণে তিন থেকে পনের বছর বয়স পর্যন্ত পালক পুত্র হিসেবে তিনি লালিত-পালিত হন। ১৯৬৫ সালে শায়খ খালিদ ইয়াসিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি কয়েকজন শিক্ষক ও মেন্টরের কাছে কুরআন, হাদিস, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি ও আরবী ভাষা ইত্যাদি বিষয়ে ব্যাপক লেখাপড়া ও গবেষণা করেন। শায়খ খালিদ ইয়াসিন বিগত পঁয়ত্রিশ বছর ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিকৃতি ও ভ্রান্ত ধারণা দূর করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। দাওয়াহ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি 'ইসলামিক ব্রডকাস্টিং করপোরেশন লিমিটেড'-সহ বেশ কয়েকটি সংগঠন পরিচালনা করেছেন। শায়খ খালিদ ইয়াসিন বর্তমানে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটিতে বসবাস করছেন এবং দাওয়াহ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বব্যাপী তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিচিতি রয়েছে। 'ওমান ট্ৰিবিউন' শায়খ খালিদ ইয়াসিনকে 'লার্নড স্কলার' হিসেবে উল্লেখ করে। ইউটিউবে তাঁর অসংখ্য বিষয়ভিত্তিক বক্তব্য রয়েছে।