তালতলা, মীরকাদিম, হলদিয়া এই তিনটি প্রসিদ্ধ খাল থেকে বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র জোড়াখাল বাহির হয়ে বিক্রমপুরের অভ্যন্তরস্থ গ্রামগুলোকে ও হাটে-বাজারে চলাচল ও বাণিজ্য পণ্য বহনের সুবিধা করেছে। তালতলার খাল : এই খালটি বিক্রপুরের বিশেষ প্রসিদ্ধ। এই খাল বহরের নিকট হতে উৎপন্ন হয়ে বালিগাঁও সিলিমপুর, কোরাল, বাকাইচাল, ফেগুনাসার মালখানাগর ও তালতলার মধ্যে দিয়া প্রবাহিত হয়ে ধলেশ্বরীতে মিশেছে। এই খাল বিক্রমপুরকে দুই ভাগে বিভক্ত করেছে। হলদিয়ার ও তালতলার প্রসিদ্ধ খাল দুটি প্রধানত উত্তর বিক্রমপুরকে পশ্চিম, মধ্য ও পূর্ব বিক্রমপুর এই তিন ভাগে বিভক্ত করেছে। পশ্চিম বিক্রমপুর হতে পূর্ব ও মধ্য বিক্রমপুরের আয়তন অনেকটা বেশি। তালতলার খালের জন্য ধলেশ্বরী হতে পদ্মার চলাচলের পথ সুগম হয়েছে। জন-প্রবাদ আছে যে, মহারাজা রাজ বল্লভের পুত্র রাজা রামদাস দেওয়ান কর্তৃক এ খাল প্রথম খনন করা হয়। তার সময়ে ঐ খাল দিয়ে স্বীয় আবাস-ভূমি রাজনগর হতে ঢাকা আসতে এবং ঢাকা থেকে রাজনগর যেতে পারতেন।