"এক প্রচণ্ড ঝড়ের রাতে নামকরা নিউরো সার্জন ও গবেষক ডা. জাফরের বাসায় বিশ বছর পর কড়া নাড়ল তার বাল্যবন্ধু খোরশেদ, যে কিনা আবার তার প্রাক্তন প্রেমিকার স্বামী। এত বছর পর খোরশেদের আগমনের হেতু জানতে চাইলে সে বলে, তার তিন বছরের মেয়ে খুশবুকে নিয়ে বড়ো বিপদে আছে। সমস্যাটা বিস্তারিত শোনার সাথে সাথে ডা. জাফর বেরিয়ে পড়েন খোরশেদের বাসার উদ্দ্যেশ্যে। যেখানে নিকষ কালো অন্ধকারে ঘাপটি মেরে আছে, এক রক্তচোষা পিশাচ! ডা. জাফর কি বন্ধু ও তার পরিবারকে পিশাচের হাত থেকে বাঁচাবে? নাকি অতীতের দেওয়া আঘাতের প্রতিশোধ নেবে? প্রতারণা, প্রতিশোধ, ভয়, উৎকণ্ঠা সবকিছুর সাথে গা ঘিনঘিনে পৈশাচিক অনুভূতির গল্প 'রহস্যলীনা ৪' এ সালসাবিলা নকির 'খুশবু'। পৈশাচিকতার এক অন্যমাত্রায় আপনাদের স্বাগতম।
গল্পটি রহস্যলীনার পৈশাচিক সংখ্যার জন্য ছিল। এবং রহস্যলীনার সেবারের চাওয়া পুরোপুরি পুরণ করেছে গল্পটি।
Read all reviews on the Boitoi app
গল্পটা ভীষণ ই সুন্দর। একদমই প্রেডিক্টেবল না শেষটা। খুব ভয় ভয় নিয়ে গল্পটা শেষ করেছি। লেখনশৈলী অসাধারণ লেগেছে। রেটিং ৪.৯/৫ দিলাম। পাঁচে পাঁচ ই দিতাম। মানুষ আবার বলতে পারে, বাড়িয়ে বলেছি। তাই ০.১ কমিয়ে দিলাম।