জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির মুক্তির অগ্রদূত। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানা হলে বাঙালির মুক্তির ইতিহাস জানা হবে। ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অপরটির সঙ্গে এমনি প্রাসঙ্গিকভাবে জড়িত যে, একটিকে ছেড়ে অন্যটি কল্পনাতে আসে না। একে অপরের সঙ্গে অবিচ্ছিন্ন সম্পর্কে জড়িত। তাই এসব বিষয়ে কিছু বলতে গেলে গেলে বঙ্গবন্ধুর প্রসঙ্গে আসতেই হয় আমাদের। ১৯৪৭ থেকে ১৯৭১, এই প্রায় পুরোটা সময়জুড়েই যিনি ছিলেন নেতৃত্বে তিনি বঙ্গবন্ধু। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশ এর সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক অবিচ্ছেদ। এসবের যেকোনো আলোচনায় প্রথমেই চলে আসে তার নাম।