ইলা আর সজলের অল্পস্বল্প নিজেদের জানা, কাছে আসা, আর হাতে হাত রেখে আগামীর পথ পাড়ি দেওয়ার গল্প।
অসাধারণ একটি গল্প,,, একেবারে হৃদয় ছুঁয়ে গেছে,,,,সজল চরিত্র টি লেখিকা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন,,,আর ইলা,,সেতো শেষ পর্যন্ত বাজেভাবে সজলের ভালোবাসায় বাঁধা পড়েছে,,,, অনেক শুভকামনা রইলো
Read all reviews on the Boitoi app
ভালোলাগায় ভরা সুন্দর একটা গল্প 💖💖💖
কাছে আসার গল্পটা মিষ্টি হাওয়াই মিঠাইয়ের মতো।
এত চমৎকার লেখনী পড়লে মনে হয় পড়তেই থাকি।মন ভালো হয়ে যায় এত সুন্দর প্রেমের উপন্যাস পড়লে!
ভালবাসার চাদরে মোড়ানো মিষ্টি একটা গল্প!
দারুন হয়েছে।এমন হাজবেন্ডই মেয়েদের চায়। হাজবেন্ড কি আর ওয়াইফ একে অপরের প্রতি পজেসিভ না থাকলে হয় না কি!তবে অতিরিক্ত কিছুই ভালো না।যাগ্গে ইলা বাবার বাড়িতে তেমন আদর না পেলেও শশুরবাড়িতে তা পেয়েছে।কি ভাগ্যবতী!সবাই কি ভালো।এই গল্পে সবচেয়ে ইতিবাচক বিষয়টা এটাই।আমাদের সবার এই শিক্ষাটা নেওয়া উচিত।আবার বন্ধু নিবার্চনে সচেতন হতে হবে যাদের জন্য সংসারে অশান্তি হয়।যাই হোক, আসি একটু কিনফিউশনে প্রথমে বলা হলো সজলরা চার ভাই বোন।সজলের বড় ভাইও আছে কিন্তু পরে আবার বলা হচ্ছে সজল একমাত্র ছেলে এখানে মিস্টেক হয়েছে লেখিকা আপু।তবে এই সমস্যা বাদ দিয়েও গল্পটা দারুন হয়েছে❤।
ভীষণ ভাল লাগল।
দারুণ সুন্দর একটা গল্প 💛
ইলা, সজলের গল্প!
খুব সুন্দর গল্প