দ্য সেভেন হ্যাবিটস্ অব হাইলি ইফেকটিভ পিপল-এর জনপ্রিয়তা এতটাই যে মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও সফল ব্যক্তিদের পাঠ ও চর্চার তালিকায় বাইবেলের পর এর অবস্থান। দ্য নিউইয়র্ক টাইমস ম্যাগাজিন এই বইটিকে বিংশ শতাব্দির মোস্ট ইনফ্লুয়েন্সাল বিজনেস বুক হিসেবে আখ্যায়িত করেছে। এই বইটি পাঁচ শতাধিক সংস্থার কর্মীদের জন্য মূল পাঠ্য হিসেবেই তালিকাভুক্ত হয়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামাও বিভিন্ন ক্ষেত্রে এই বইটি পাঠের সুপারিশ করেছেন। বইটি ইতোমধ্যে ৪০টিরও অধিক ভাষায় অনূদিত হয়ে পাঠকমহলে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।