মানব জীবন বিচিত্র। এই সুখ তো এই দুঃখ! এই সুখ-দুঃখের জোয়ারভাটায় অতিবাহিত হয় ক্ষণস্থায়ী জীবন। যেমন নির্দিষ্ট সময় পর ঝরে যায় গাছের পাতা, তেমন মানুষেরও জীবন আয়ু শেষ হলে নিভে যায় জীবন প্রদীপ। এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের মনে, নিজের অমরত্ব প্রতিষ্ঠা করার সাধ্য সকলের থাকে না। পাতা ঝরে যায়, গলে পচে মিশে যায় মাটিতে। মানুষও মরে যায়, গলে পচে মিশে যায় মাটিতে। কিন্তু নক্ষত্রতুল্য মানুষ গলে পচে মাটিতে মিশে গেলেও তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে যুগ যুগ ধরে অমর হয়ে থাকে মানুষের মনে। তরুণ উদীয়মান কবি কাজী ফরহাদ -এর "ঝরা পাতা" কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি পড়ার সময় আমার হৃদয় গহীনে গভীর অনুভূতি জাগ্রত হচ্ছিলো। আর তা হলো কবির সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মনে অমরতা পাওয়ার আকাঙ্ক্ষার অনুভূতি। "ঝরা পাতা" কাব্যগ্রন্থে কবি তার আবেগ, বিবেক, অনুভূতি ও আকাঙ্ক্ষার সমন্বিত প্রকাশ ঘটিয়েছেন। পাঠকেরা "ঝরা পাতা" কাব্যগ্রন্থের মাধ্যমে দারুণ কিছু কবিতার সাথে পরিচিত হবে এবং কবিতার মাঝে খুঁজে পাবে নিজের জীবনের গল্প। কবি তার প্রতিভার দ্যুতিতে সাহিত্যাঙ্গনে প্রতিষ্ঠিত হোক এবং বাংলা সাহিত্য সমৃদ্ধ করতে অবদান রাখুক সেই কামনায়... রকিবুল হাসান কবি ও গীতিকার।