একদিন নিয়মানুসারে আসরের নামাজের পর হযরত জায়নামাজে বসে ছিলেন। মুহাম্মাদ ওমর নামের কেরাতের এক ছাত্র কুরআন তেলাওয়াতের জন্য উপস্থিত হলো এবং সামনে বসে গেল। আরেকজন ছাত্র যে দীর্ঘদিন ধরে মাদরাসায় ছিল, তাকে পাঠ শ্রবণের অনুমতি দিয়েছিলেন। সে-ও কুরআন শরিফ নিয়ে উপস্থিত হলো এবং মুহাম্মাদ ওমরের কাছে পৌঁছতে মজলিসে ঢুকে পড়ল। হযরত তাকে ধমক দিলেন, তুমি এতদিন এখানে থেকেও এখন পর্যন্ত চিনলে না যে দীন কী জিনিস? অনেক কিতাব পড়া এবং ওজিফা আদায় করার নাম দীন নয়। দীনের মধ্যে অভ্যাসের সংশোধনও অন্তর্ভুক্ত। এটাকে সভ্যতাও বলে। মানুষের ঘাড় টপকাতে কে বলেছে তোমাকে? তুমি শ্রোতা। আওয়াজ অনেক দূরে যায়। যেখানে জায়গা পেয়েছো সেখানে কেন বসে গেলে না? কাছে বসার আগ্রহ থাকলে আগে আসতে। এখান থেকে উঠে যাও।