যদিও রাসূল করীম (স) এবং মুসলমানেরা মদিনায় হিজরত করেছিলেন, তৎসত্ত্বেও কুরাইশরা তাঁদের এবং ইসলামের বিরুদ্ধে ঘৃণা পরিত্যাগ করেনি। কুরাইশরা নবী করীমের (স) উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না। মুসলমানদের জন্য শান্তি ও সমৃদ্ধি ছিল ক্ষণস্থায়ী। যে কুরাইশরা মদিনার মুসলমানদের ক্রমবর্ধমান সমৃদ্ধি ঘৃণা এবং উৎকণ্ঠার সাথে লক্ষ করছিল, তারা মুসলমানদের এ ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব খর্ব করার জন্য পদ্ধতি উদ্ভাবনে বদ্ধপরিকর ছিল। কুরাইশদের পক্ষে এ কাজটা করার জন্য তারা ইতোমধ্যে মদিনায় আব্দুল্লাহ বিন উবাই মনোনীত করেছিলেন। আব্দুল্লাহ বিন উবাই এ স্বপ্নে বিভোর ছিল যে, নবী করীম (স) মদিনায় হিজরত করার পূর্বে সে মদিনাবাসীর নেতৃত্বে থাকবে।