সালাত হলো গোলামের সাথে মালিকের Conversation. সালাতে আমরা যা পড়ি তা যদি না বুঝি তাহলে কি কনভারসেশন হয়? দুনিয়ার সবকিছুই বুঝে পড়ি। আল্লাহর সামনে যখন দাড়াই, তখন মন্ত্রের মতো কি পড়ি তা নিজেই বুঝি না। যদি আখিরাতের আদালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, আমার কিতাব ছাড়া আর কোন কোন গ্রন্থ তুমি না বুঝে পড়েছো? তখন কী জবাব দিবেন? “অর্থ বুঝে সালাত আদায়” বইটি কুরআন বুঝার জন্য একটি সহায়ক পন্থা হতে পারে।