একটি মুসলিম গৃহ প্রতিষ্ঠিত হয় ব্যক্তিগত ও সমষ্টিগত দায়িত্ব কর্তব্যের ভিত্তিতে। এ দায়িত্ব কর্তব্যের রূপ। এমনভাবে সুসজ্জিত যা একটি বাড়ীতে শৃঙ্খলা ও সামঞ্জস্যতা বজায় রাখে। প্রথম যা সর্বাগ্রে সে কর্তব্যটি সবাই পালন করে এবং যা সেই বাড়ীর কর্তার দ্বারা বল প্রয়োগ করে হলেও পালন করানো উচিত তা হল আলাহ এবং একমাত্র আলাহ তা'আলারই ইবাদত-আরাধনা করা।