ইসলাম যে পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তার প্রধান এবং মূল ভিত্তি হলো দুটো কালিমার সাক্ষ্য দেয়া। আর এ কালিমা দুটো সাক্ষ্য দিয়েই মুসলমান হতে হয়। এ সাক্ষ্য দুটোর বিশেষণ করলে শিরকমুক্ত ইবাদতই যে ইসলামের মূল বিষয় আমরা তা ভাল ভাবে বুঝতে পারবো। যাকে বলা হয় শাহাদাতাইন অর্থাৎ দুটো বিষয়ে সাক্ষ্য দেয়া। প্রথম শাহাদাৎ হল "লা-ইলাহা ইলালাহ" যাকে আব্দুলাহ ইবনে আব্বাস " ও কোন কোন মুফাসসির কালিমা তাইয়্যবিা বলেছেন, দ্বিতীয় শহাদাৎ হল "মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু" মুহাম্মাদ (সা:) আলাহর বান্দা ও রাসূল। প্রথম শাহাদাৎ এর অর্থ হলো" নেই কোন ইলাহ আলাহ ছাড়া"। ইলাহ এর অর্থ সাধারণতঃ মা'বুদ করা হয়ে থাকে। ইলাহ এবং মা'বুদ দুটোই আরবী শব্দ। প্রথম শাহাদাৎ বা সাক্ষ্যের অর্থ বুঝার জন্য এ দুটো শব্দের অর্থ বুঝা জরুরী।