প্রার্থিত মানুষটা যখন নিষিদ্ধ হয়ে যায়, তখন মানুষের অনুভূতি কেমন হয়? স্বাভাবিকভাবেই বুকের ভেতর ক্ষত সৃষ্টি হওয়ার কথা। দীপ্র আর কুহুর প্রণয়টা ঠিক তেমনই। আলো-আঁধারে মেশানো এক উৎকণ্ঠিত সম্পর্ক তাদের। অল্প প্রেম, আর অনেকটুকু ব্যথা। তবে কথায় আছে প্রেম মানে না কোনো বাঁধা। কিন্তু দিনশেষে প্রশ্ন থেকেই যায়, শত বাঁধা পেরিয়ে এই অল্পস্বল্প প্রেম পারবে তো, অনেকটুকু ব্যথা জয় করে নিতে?
"সব মেয়েদের জীবনে এইরকম একটা দীপ্র দরকার। কী সুন্দর ভালোবাসা। আমার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। এক কথায় গল্পটা ছিলো হালকার মধ্যে গর্জিয়াস। অতিরিক্ত কোনো কিছুই নেই। সাধারনের মধ্যে অসাধারন একটি গল্প। আর দীপ্র আর কুহুর চরিত্রটাও ভালো লেগেছে। পছন্দের তালিকায় এই দুই জুটিও জায়গা করে নিলো।❤️"
দীপ্র আর কুহুর মিষ্টি গল্প!
Read all reviews on the Boitoi app
অপূর্ব
অনেক সুন্দর, একদম মন ছুঁয়ে গেছে 🖤
সুন্দর, তবে আরেকটু বড় হলে ভালো হত, ইন শা আল্লাহ্ ভবিষ্যতে হয়তো আবার পাব তাদের, দীপ্র আর কুহু এক কথায় অসাধারণ 🌼
সুন্দর
শেষটা আরেকটু বড় আর গোছানো হলে ভালো হত
গল্পটা সুন্দর ছিল, পড়ে ভালো লেগেছে কিন্তু শেষের দিকে তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে মনে হচ্ছে, অগোছালো লেগেছে।
Onk sundor....kuhu dipror valobasa j purnota peyece ete onk khusi hoyeci,,Good wishes & best of luck apu
অনেক সুন্দর লাগছে আমার কাছে।আমি চাইবো আরো এমনি কাজিন রিলেটিভ গল্প পাই।
পড়ার পরে কমেন্ট করবো