আহলে ইলমগণ সকলেই এ বিষয়ে একমত যে, ফরজ ইলম দুই প্রকার। ১. ফরজে কিফায়া : যে ইলম অর্জন করা, গোটা উম্মাহর ওপর ফরজ; তবে উম্মাহর কিছু অংশ যদি এই ফরজ আদায় করে নেয় এবং উম্মাহর প্রয়োজনও তাদের দ্বারা মিটে যায়, তবে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। ২. ফরজে আইন : যে ইলম অর্জন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষের ওপর ফরজ। যদি কেউ এই ইলম না শেখে, সে গুনাহগার হবে। যেমন : তাওহিদ, রিসালাত, আখিরাত, সালাত, সাওম, হালাল, হারাম ইত্যাদির ইলম শিক্ষা করা ফরজে আইন। প্রিয় পাঠক, এই পুস্তিকায় আকিদাসংক্রান্ত এমন দশটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, নিজের ইমান ঠিক রাখার জন্য যা জানা থাকা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক (ফরজে আইন) বটে।...