রাসূল (সা:) মক্কা হতে মদীনায় হিজরত করার পর ১ম বছর মসজিদ নির্মাণ করে ইসলামের ঘাঁটি স্থাপন করেন। হিজরি ২য় ও ৩য় বর্ষে বদর ও উহুদ যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার হয়। সে জন্য রাসূল (সা:)-এর মূল কাজ ছিল নবদীক্ষিত মুসলমানদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। সে প্রেক্ষিতেই বর্তমান আয়াতসমূহে রাসূল (সা:)-এর দায়িত্ব তুলে ধরা হয়েছে।