কারো কারো ধারণা রমযানে নাপাক অবস্থায় ভোর হলে বা নাপাক অবস্থায় সাহরী খেলে রোযা হয় না। এ ধারণা ঠিক নয়। পূর্বেই বলা হয়েছে যে নাপাকী অবস্থাতেই সাহরী খেতে কোনো সমস্যা নেই এবং রোযার নিয়তও করা যায়। তবে যতদূর সম্ভব তাড়াতাড়ি গোসল করে নামায আদায় করতে হবে। কোনো ক্রমে যদি ঘুম হতে জগতে দেরী হয়ে যায় এবং ঘুম থেকে জেগেই দেখা যায় যে শরীর অপবিত্র হয়ে গেছে তাহলে যথাসম্ভব তাড়াতাড়ি গোসল সেরে নেবে। এতে রোযার কোনো সমস্যা হবে না। কেননা স্বল্প সময় শরীর নাপাক থাকার কারণে রোযা নষ্ট হয় না। সুলাইমান ইবনে ইয়াসার " কর্তৃক বর্ণিত। তিনি উম্মু সালমা !-এর নিকট জিজ্ঞেস করেন, যে ব্যক্তির অপবিত্র অবস্থায় ভোর হয়ে যায় সে কি রোযা রাখবে?