এক ব্যক্তি হযরত আবু বকর রা:-কে গালমন্দ করছিল এবং বিভিন্ন অপবাদ দিরিা:ছল। অন্যদিকে হযরত আবু বকর রা: তার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। রাসূল সা: তাঁর সাথেই বসা ছিলেন। তিনি তাঁর চুপ থাকার দৃশ্য দেখে অবাক হয়ে মৃদু হাসছিলেন, কিন্তু যখন লোকটি মাত্রাতিরিক্ত বলতে শুরু করল তখন হযরত আবু বকর মুখ খুললেন এবং তার প্রতিউত্তর দিতে শুরু করলেন। হযরত আবু বকর উত্তর দেওয়া শুরু করায় রাসূল সা: রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন। রাসূল সা:-এর রাগের বিষয়টি হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন। আর তাই তিনি দ্রুত গিয়ে রাসূল সা:-কে বললেন, হে আল্লাহর রাসূল! সে আমাকে গালি দিরিা:ছল তখন আপনি বসা ছিলেন। আর যখন আমি তার কথার উত্তর দিতে লাগলাম তখন আপনি উঠে চলে আসলেন!