এক কাজ করার মাঝে আরেক কাজে হাত ঢুকিয়ে দেবার বদঅভ্যাস আছে? দীর্ঘসময় ধরে ফোকাস ধরে রাখতে ব্যর্থ হন? মন কি এক জায়গায় বসতে চায় না? যদি তাই হয়ে থাকে তবে আপনার দরকার সুদৃঢ় ফোকাস তৈরি। কারণ- একজন গড়পড়তা ব্যক্তি ও সফল ব্যক্তির মাঝে পার্থক্য হলো তাদের জরুরী কাজের ওপর ফোকাস দেবার ক্ষমতা। সফল মানুষরা জানে তারা কী চায়। আর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের ওপর ফোকাসের সবটুকু নিবদ্ধ করে নিরলস ভাবে কাজ করে যায়। দীর্ঘদিন ধরে এই অভ্যাস চালিয়ে যাবার মাধ্যমে নিজেদের উৎপাদনশীলতাকে নিয়ে যায় চূড়ান্ত পর্যায়ে এবং জীবনের লক্ষ্যগুলোর বেশিরভাগকেই নিয়ে আসতে পারে হাতের মুঠোয়। তো আপনি কি চান না নিজের ফোকাস নামক পাগলা ঘোড়ার রাশ টেনে ধরতে? চাইলে এই বই আপনার জন্যই লেখা। প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না? কাজের চাপে বিপর্যস্ত হয়ে আছেন, কিন্তু ফোকাস করার জন্য সবচেয়ে ফলপ্রসূ কাজটা খুঁজে পাচ্ছেন না? আপনি কি ‘যত বেশি পরিশ্রম, তত বেশি সাফল্য’ এই তত্ত্বে বিশ্বাসী? সত্যিটা হলো, আরও বেশি কাজ করা কখনোই কোনো সমাধান নয়। আপনাকে চিন্তা করতে হবে কৌশলের সাথে। সঠিক কৌশলের মাধ্যমে আপনি অনেকগুলো বছর সাশ্রয় করতে পারেন, অর্জন করতে পারেন আরও অনেক লক্ষ্য। সহজ কথায়, আপনাকে ‘স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি’ নামের একটা গুণ আত্মস্থ করতে হবে। আপনার প্রত্যেকটা চাল হতে হবে কার্যকর ও প্রভাববিস্তারকারী। আর সবসময় খোঁজে থাকতে হবে এমন এক চালের, যেটা এক লাফে আপনার সাফল্যকে বাড়িয়ে দেবে বহুগুণে, সেই সাথে উন্নত করবে আপনার জীবন। তাহলে, আপনি কি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটির বিষয়ে আরও জানতে আগ্রহী? আগ্রহী হলে বইটি আপনার জন্য।