এটিটিউড ইজ এভরিথিং তথা মনোভাবের ওপর সবকিছু নির্ভর করে বইটি লেখা হয়েছে লেখক জেফ কেলারের একজন মোটিভেশনাল স্পিকার ওয়ে ওঠার সংগ্রাম নিয়ে। তিনি জীবনের শুরুতে একজন আইনজীবী ছিলেন। কিন্তু তিনি তার জীবনে কিছু একটা জিনিসের অভাব বোধ করতেন। তিনি এই অভাব বোধের অনুসন্ধান করতে গিয়েই নিজেকে আত্ম-উন্নয়ন ও ব্যক্তিগত উন্নয়নের নানা বই পড়তে আরম্ভ করেন। সেখান থেকে নিজেকে চিনতে পারেন এবং নিজের সুখ খুজে নেন। ১৯৯২ সাল থেকে তিনি পুরোদমে মোটিভেশনাল বক্তা হিসেবে কাজ করতে থাকেন। এই বই তিন ভাগে বিভক্ত। প্রথম, সাফল্যের সূত্রপাত হয় চিন্তায়। দ্বিতীয়, ভেবেচিন্তে কথা বলুন। অর্থাৎ আপনার কথার দিকে নজর দিন। আর তৃতীয় ভাগ হচ্ছে আল্লাহ তাদের সাহায্য করে যারা কাজ করে। এই বইয়ের মূল কথা হচ্ছে আপনি যা করবেন বলে মনস্থ করেছেন তাতে দৃঢ়বিশ্বাস ও আস্থা রাখুন। আর আপনি যদি কোনকিছুতে দৃঢ়বিশ্বাস ও আস্থা রাখেন তবে আপনি তা অর্জন করবেনই। ইতিবাচক চিন্তা ও কল্পচোখে দেখার চেষ্টা করলে আপনি অনেক কিছু অর্জন করতে সক্ষম হবেন। কিন্তু আপনি যদি নেতিবাচক চিন্তাকে আপনার জীবনে আমন্ত্রণ জানান, তবে তা আপনার জীবনের সব ভালো সুযোগ ও সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিবে। এই বইয়ের মূল বিষয়গুলো হচ্ছে: - মনোভাবের ওপর সবকিছু নির্ভর করে। - নেতিবাচক চিন্তাকে আপনি এড়িয়ে যেতে পারেন। - আপনার সাফল্যকে কল্পচোখে দেখুন। - লক্ষ্য অর্জন করার প্রতি দৃঢ়প্রতিজ্ঞ হোন। - আপনার সমস্যাকে কীভাবে সুযোগে পরিণত করবেন তা শিখুন। ছোট্ট এই বই আপনি অনায়াসেই পড়ে শেষ করতে পারবেন। এর মধ্যে রয়েছে অসাধারণ সব শিক্ষা, যা আপনার জীবনকে সমৃদ্ধ এবং সাফল্যমণ্ডিত করে তুলবে।