নিম্নে মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভি সাহেবের এমন কিছু কথার সংক্ষিপ্ত তালিকা পেশ করেছি, যা তিনি বিভিন্ন স্থানে তাঁর আম বয়ানে বলেছেন এবং সেগুলোর ওপর উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন ও প্রতিবাদ করেছেন এবং পাশাপাশি সাধারণ মুসলিমদেরকে সেগুলো পরিহার করা ও এড়িয়ে চলার জোর তাগিদ করেছেন। তার সেই কথাগুলোর মধ্য হতে কিছু কথা এমন, যা জমহুর মুফাসসিরিনে কেরামের সম্পূর্ণ বিপরীত। কিছু কথা জমহুর মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিছু কথা জমহুর ফুকাহা, মুজতাহিদিন ও ইজতিহাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। কিছু কথা আহলে সুন্নাহ ওয়াল জামাআহর আকিদার পরিপন্থী। এখানে একটি কথা স্পষ্ট করা দরকার যে, আমরা সামনের পাতাগুলোতে মাওলানা সাদ সাহেবের (বিভিন্ন বয়ানের চয়িত অংশ বা সারাংশ হিসেবে) শুধু সেই দৃষ্টিভঙ্গিগুলোই তুলে ধরেছি, যেগুলোতে সামষ্টিকভাবে তিনটি বিষয় পাওয়া গেছে, ১. غلوم في الدين বা দ্বীনি বিষয়ে অতিরঞ্জন করা। ২. কুরআন, হাদিস ও সীরাত থেকে যথেচ্ছা দলিলবাজি ও ইজতিহাদ করা। ৩. আহলে সুন্নাহ ওয়াল জামাআহর মতাদর্শ ও বস্তুনিষ্ঠ আকিদা থেকে বিচ্যুতি ঘটেছে। এর বাইরে তার এমন আরো অজস্র বক্তব্য রয়েছে যেখানে তিনি দাওয়াত ও তাবলীগের উসুল লঙ্ঘন করেছেন। সেগুলো অন্যান্য পুস্তিকায় সংকলন করা হয়েছে। সেগুলো পড়ে দেখুন।