অনেকেই মার্কেটিং মানে, পণ্যের বিক্রি বা সেলস (sales) কোড়ানোর প্রক্রিয়াটিকে বোঝেন। তবে মনে রাখবেন, মার্কেটিং এর মানে সম্পূর্ণ আলাদা, এবং যেটার বিষয়ে সঠিক ভাবে জেনে নেওয়াটা অনেক জরুরি। তাহলে, মার্কেটিং কি (what is marketing) ? কাকে এবং কোন প্রক্রিয়াটিকে বলা হয় মার্কেটিং ? মার্কেটিং হলো, যেকোনো ব্র্যান্ড (brand), ব্যবসা (business), পণ্য (product) বা সার্ভিস (service) কে, মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলির demand ও value বৃদ্ধি করার উদ্দেশ্যে, করা একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে, বিভিন্ন রকমের মার্কেটিং কৌশল ও স্ট্রেটাজি ব্যবহার করা হয়।