যে সকল সৌভাগ্যবান সাথী তৃতীয় হযরতজি মাওলানা ইনআমুল হাসান রহ. এর নৈকট্য পেয়েছেন এবং দেশ-বিদেশের সফরে তাঁর সংস্পর্শ পেয়েছেন, তারা অবশ্যই এ কথা ভালোভাবে জেনে থাকবেন যে, হযরতজি রহ. এই দাওয়াতি মেহনত নিয়ে সবসময় গভীর চিন্তামগ্ন থাকতেন। তিনি সর্বক্ষণ এই মেহনতের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে নিজেও যেমন ভাবতেন, তেমনই তাবলীগের প্রথম সারির নির্ভরযোগ্য সাথীদেরকে সবসময় চিন্তা-ভাবনার দাওয়াত দিতেন। একটি দুশ্চিন্তা তাঁকে ভীষণভাবে তাড়িয়ে বেড়াতো যে, আলমি মেহনতের এই মুবারক কাজটি যেন আগামীতে কোনো ব্যক্তিবিশেষের স্বার্থোদ্ধারের হাতিয়ারে পরিণত না হয়। এই মেহনতের ঐক্যের ওপর কোনো অশুভ শক্তির বদনজর লেগে এই মেহনত যেন তার অতীত ও বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো বিপরীত গতিমুখের দিকে ছুটতে শুরু না করে। হযরতজি রহ. তাঁর সাধারণ বৈঠক থেকে শুরু করে খাস মসলিসগুলোতে বারবার নানা কায়দায়, নানা বাক্যে বিষয়টির ওপর সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।