সব রাস্তারই একটা নিজস্ব নির্দিষ্ট গন্তব্য থাকে। তেমনি প্রত্যেকটা ভ্রমণেরও একটা অজানা গোপন গন্তব্য থাকে। বেশিরভাগ সময়ই ভ্রমণকারী তা জানে না। সেই গন্তব্য কে ঠিক করে দেয়? মানুষ, না ভবিতব্য? কিছু গন্তব্যের আবার শেষ বলে কিছু নেই। আছে শুধু শুরু আর অমোঘ অনিবার্য। অবনীর ছকে বাঁধা জীবন থেকে সোলো ট্রিপের জন্য কয়েকটা দিন চেয়ে নেওয়া যেন সেই অমোঘ অনিবার্যের হাতছানি। এ তো শুধু যাত্রা নয়, অন্তর্যাত্রা।
Read all reviews on the Boitoi app