আমি রাতের খাওয়া শেষ করে জোছনায় হাঁটতে বের হলাম। বৈশাখের দিনে বেশিক্ষণ রাত জাগা যায় না। জোয়ারী বাতাসে ঘুমে চোখ বুজে আসে। আমি ঘুমের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে বাইরে বের হলাম। এই গ্রামে আমি নতুন এসেছি তাই পথঘাট তেমন চিনি না। রাত এগারোটার মত বাজে। আমি সামনের রাস্তা দিয়ে কিছুটা পথ হেঁটে গেলাম। হঠাৎ আমার পা থমকে গেল। রাস্তার পাশে ফসলের মাঠ। মধ্যমাঠে টিপ টিপ করে আলো জ্বলছে। হারিকেনের আলো সম্ভবত।
ভালো ছিল। তবে কেন জানি মনে হয়েছে মেইন ক্যারেক্টারের অনুভূতিগুলো অবহেলা করা হয়েছে। আরও পর্যাপ্ত পরিমান সময় নিয়ে যদি আরও ডিটেইল ভাবে লেখা হত আমার মতে গল্পটা আরও সুন্দর হত!!
Read all reviews on the Boitoi app