আল-কুরআনুল কারীম দয়াময় আলাহ তা'আলার অফুরন্ত নিয়ামত এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অনাগত ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য এটি একখানা হিদায়েতের উৎস হিসেবে গ্রহণীয় কিতাবরূপে স্বীকৃত হয়ে থাকবে। এজন্য জান্নাতে যেতে, এ দুনিয়ার জীবনে সঠিক পথের দিশা পেতে এর থেকে নিতে হবে জীবন পথের দিকনির্দেশনা। আর এ কিতাবকে সকলের বুঝার জন্য সহজ করে দিয়েছেন স্বয়ং আলাহ তা'আলা। যিনি এর প্রেরক এবং সংরক্ষক।