আল্লাহ তায়ালা মানবজাতিকে একমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই ইবাদত ছাড়া মানুষের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। আর ইবাদতের মূল উদ্দেশ্য হল, মহান মালিকের সন্তুষ্টি অর্জন। এ লক্ষ্য বাস্তাবায়ন তখনই সম্ভব, যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পন্থায় ইবাদত করা হবে। তাই প্রিয় ছাত্র মাওলানা সাদেক হোসাইন সোহাইল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নারী-সংক্রান্ত উপদেশমালাকে নারীর শ্রেষ্ঠ উপহার নামে সংকলন করেছে, যা নারীদের জন্য খুবই উপকারি মনে করছি। দোয়া করি আল্লাহ তায়ালা কিতাবটি কবুল করুন এবং পরকালে নাজাতের অসিলা বানান। আমিন। —মুফতি মাহবূবুল্লাহ কাসেমী