ফেসবুকের উৎপত্তির সময় থেকে জাকারবার্গের নির্দিষ্ট একটা আচ্ছন্নতা ছিল। ২০০৪ সালের মে মাসে নিউ ইয়র্কের ট্রাইবেকা চাইনিজ রেস্টুরেন্টে তাঁর এবং সিন পার্কারের প্রথম সাক্ষাতের সময় দু'জনে একটা অস্বাভাবিক তর্কে জড়িয়ে পড়েছিলেন। পার্কারের মতে, জাকারবার্গ ফেসবুককে কিভাবে একটা প্ল্যাটফর্মে পরিণত করবেন, তা নিয়ে কথা বলতে গিয়ে যে বিষয়ে আলোচনা করতে তাদের বৈঠকে বসা, বারবার তা থেকে সরে যাচ্ছিলেন তিনি। তাঁর কথার অন্তর্নিহিত অর্থ ছিল তিনি চান দিফেসবুক একটা প্ল্যাটফর্মে পরিণত করতে, যেখানে অন্যরা সফটঅয়্যারের বিস্তার ঘটাতে পারবে, যেমন মাইক্রোসফটের উইন্ডোজ আর অ্যাপেলের ম্যাকিনটোশ অন্যদের তৈরি। পার্কার তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে এখনই ওসব নিয়ে মাথা ঘামানোর সময় আসেনি।