‘অচেনা কোরআন : দর্শন ও বাস্তবতা’ বইটি পড়তে গিয়ে পাঠক একদিকে যেমন চমৎকৃত হবেন লেখকের সাহিত্যিক, দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে; অন্যদিকে কখনো কখনো আচমকা প্রশ্নতাড়িত হবেন, সংশয়বিদ্ধ হবেন। একই সঙ্গে কখনো উজ্জীবিত হবেন, আশান্বিত হবেন। পড়তে পড়তে আপনার মনে হবে, এ মহান সৃষ্টিকর্তার সঙ্গে এর আগে আপনার কখনো দেখাই হয়নি, যিনি কেবল বান্দার ঋণের ও অকৃতজ্ঞতার দায়ভারই গ্রহণ করেননি, বরং তিনি বান্দার প্রতি কৃতজ্ঞতাপরায়ণ এক প্রভু। লেখকের গবেষক মন সাহিত্যের সাথে ধর্ম, ধর্মের সাথে মনস্তত্ত্ব, এবং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের মিলনের এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকের প্রোগ্রেসিভ মুসলিম নারী যিনি নিজের চোখ দিয়ে পৃথিবীকে দেখতে চান, নিজের বোধবুদ্ধি দিয়ে তাকে সংজ্ঞায়িত করতে চান, তার জন্য এ বইটি অবশ্যপাঠ্য।