আলাহ কে? কী তাঁর পরিচয়? কোথায় তাঁর অবস্থান? তিনি কী করেন? কোথায় ছিলেন? কতদিন থাকবেন? কতদিন থেকে আছেন? মানুষের সাথে তাঁর কী সম্পর্ক? ইত্যাকার অনেক প্রশ্ন যুগ-যুগান্তরে মানুষের মনে উদয় হয়েছে। মানুষ এসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে কিন্তু সসীম জ্ঞানের অধিকারী মানুষ এসব প্রশ্নের নির্ভুল কোনো উত্তর দিতে পারেনি। নিজস্ব চিন্তা-কল্পনা ও বুদ্ধি-বিবেক এবং বোধ-বিশ্বাসের আলোকে এক একজন এক এক ধরনের তত্ত্ব ও তথ্য দিয়েছে। এজন্য অসংখ্য 'বাদ' বা 'মতবাদ' -এর উদ্ভব হয়েছে। এ বিভিন্ন মতবাদের অবসান ঘটানোর জন্যই মহান স্রষ্টা যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করে মানুষের কাছে সঠিক পরিচয় ব্যক্ত করেছেন। সর্বশেষ আসমানি কিতাব কুরআনে ২৭৫১টি আয়াতে তাঁর পরিচয় তুলে ধরা হয়েছে। (কুরআনের পরিভাষা) আলোচ্য ২৫৫ নং আয়াতে আলাহ তা'আলা নিজেই তাঁর পরিচয় তুলে ধরে বলেন। এ আয়াতটি আয়াতুল কুরসী নামে খ্যাত। এখানে মহান আলাহর এমন পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে, যার নজির আর কোথাও নেই। এক হাদীসে একে কুরআনের শ্রেষ্ঠ আয়াত বলে উলেখ করা হয়েছে।