"কান কেটেছেন সত্যি তবে ঠিক প্রেমিকার জন্যে না। স্কিজোফ্রেনিয়া ভদ্রলোককে কব্জা করে ফেলেছিল কঠিনভাবে। কোন রিলেশন ঠিকভাবে টেকেনি তার। হতাশা মানেই এলকোহল। বেচারা ড্রাঙ্ক ছিল সেসময়। আর তারপর এই কান কাটার মত ভয়ানক কাজ। কান কাটা অবস্থার একটা সেল্ফ পোর্ট্রেটও করেছিল ভ্যানগগ, " নিসা সুন্দর বলে। শুনতে ভাল লাগে। " এই কানকাটা সার্থক প্রেমিক না হতে পারা পেইন্টার বলেছেন 'হোয়াট ইজ ডান উইথ লাভ, ইজ ডান ওয়েল'-
মুনীরা কায়ছানের লেখা আমি পছন্দ করি। তাই নতুন বই দেখেই কিনে ফেললাম। এক নিঃশ্বাসে পড়েও ফেললাম। ছোটো ছোটো সাতটি গল্পের সংকলনটির স্প্যানিশ নামের অর্থই “গল্প”। প্রতিটিই সুন্দর শেষ—যেটা ছোটোগল্পের জন্য আবশ্যিক। আর কয়েক রকমের গল্প থাকায় কোনো রিপিটিশন নেই। তবে গল্পগুলো বড্ড ছোটো—আরেকটু বড়ো হলে আমার মন ভরত—ফোর স্টার দিলাম শুধুমাত্র এই কারণেই।
Read all reviews on the Boitoi app