৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো ইসরাইলে হামলা চালায়। বেশ কিছু ইসরাইলিকে বন্দি করে। কিন্তু সারা বিশ্বের মূল মিডিয়াগুলোতে এই হামলার চাইতে বেশি কভারেজ পায় 'হামাস ৪০ জন শিশুকে হত্যা করেছে' এই সংবাদ। সারা দুনিয়া, বিশেষত পশ্চিমা মিডিয়া তাদের ফ্রন্ট পেইজে এই সংবাদটা ফলাও করে পাবলিশ করে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কোনো ধরনের তত্ত্বতালাশ না করেই সংবাদটা লুফে নেয় এবং ঘটনার উল্লেখ করে তার সহমর্মিতা প্রকাশ করে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে, এমন কোনো ঘটনা ঘটেই নাই। সবটাই গুজব এবং ফেইক। সময়ের ৫০ জন প্রতিশ্রুশীল লেখকের কলমে সজ্জিত যোগাযোগের এই সংখ্যা। ইতিহাস, গল্প, উপন্যাস, সাক্ষাৎকারেসহ আরও নানা আয়োজনে সমৃদ্ধ।