প্রেমের গল্প বা উপন্যাস জেনে কখনো আগ্রহ করে কোন বই পড়েছি বলে মনে পরে না, কেনা তো দূরের কথা! যে কারনে ইমদাদুল হক মিলন এর বই খুব একটা পড়া হয় নি, যদিও তিনি আর আমি একই এলাকায় থাকতাম, গেন্ডারিয়াতে। যাই হোক আসল কথায় আসি। লেখক শামা কবীর এবং তাঁর ধারাবাহিক লেখার সাথে পরিচিত হই ফেইসবুক গ্রুপের (সারাবাংলা ৯০ [SSC-1990]) সুবাদে। প্রথম লেখা পড়ার সাথে সাথেই তার লেখার প্রেমে পরে যাই! বোধহয় সেটা তার "মোহাম্মদপুর থেকে মেলবোর্ন" বই এর অংশ বিশেষ হবে। কমেন্ট করেছিলাম : "Shama Kabir অনেক আগে হুমায়ূন আহমেদের 'হোটেলে গ্রভার ইন' পড়ে যেই মজা পেয়েছিলাম! মনে হলো তেমনি মজা লাগছিল, তোমার লেখা পড়ার সময়!!" লেখক যথারীতি ধন্যবাদ জানিয়েছিলেন। সেই থেকে লেখক পাঠক সম্পর্ক। ধারাবাহিক নতুন লেখা পড়ে যাচ্ছি। ভালো লাগছে। এর মধ্যে গ্রুপের পোস্ট থেকে তার লেখা বইগুলোর খবর পেয়েই, "রকমারি.com" এ তিনটি বই এরই অর্ডার দেই। "মোহাম্মদপুরে থেকে মেলবোর্ন" বইটি মার্কেট আউট। তাই তারা বাকি দু'টো পাঠিয়েছে। দু'দিন রোদে রেখে পড়ে ফেললাম "প্রেম মেলে না"! রবীন্দ্রনাথের গানের একটি লাইন দিয়ে উপন্যাসটির নাম! কাহিনির সাথে মিল রেখেই নামটা রাখা। তাই "নামকরণের সার্থকতা" বিষয়ক উত্তর দিতে পাঠকদের সমস্যা হবে না! বইটি পড়তে পড়তে চলে গেলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবার সময়ে। '৯০ ব্যাচের আমাদের সবারই তাই মনে হবে নিঃসন্দেহে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়েছে। আমি অবশ্য ভাবছিলাম এদের কোন একটা চরিত্রে আমার থাকার কথা ছিলো! কারন গল্পের পটভূমি আমাদের ব্যাচের ঢাবি এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের নিয়ে বলেই মনে হবে। ব্যক্তিগত ভাবে আমি সেই সময় এই বিভাগই সুযোগ পেয়েছিলাম। যদিও শেষমেষ গিয়ে পড়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে। তবুও গল্পের কাহিনী আমাদের সবারই পরিচিত লাগবে। পুরো বিশ্ববিদ্যালয় জীবন যেন উঠে এসেছে এই উপন্যাসে। অনেক কিছু মিলে যাবে আমাদের জীবনের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের যে তখন "বিগ বাইট" এ খাওয়া একটা ব্যাপার ছিলো, তা এই গল্পে যেমন পাই, তেমনি আমার নিজের জীবনেও ঢাবি তে পড়া হবু বৌ এর সাথে সেখানে খাওয়া সুবাদে জেনেছি। এছাড়া এলিফ্যান্ট রোডের "কফি হাউস", পুরান ঢাকার "নিরব হোটেল", এয়ারপোর্টে "ওয়াটারফ্রন্ট রেস্টুরেন্ট" সব ভেসে উঠে স্মৃতির পাতায়। আর লেখাতে পাওয়া যায় সেই সময়ে বের হওয়া নতুন নতুন গান বিভিন্ন ব্যান্ডের, যেমন LRB এর "সেই তুমি", সুমনের গান "তোমাকে চাই", নচিকেতার গান অথবা প্রমিথিউসের "স্বর্ণালী ভোরে যদি তুমি রও"। মন উথাল পাথাল করা সব নাম্বার। শামার উপন্যাসটি পড়তে গিয়ে একটা কথা খুব মনে পরে গেল, সেই সময় একবার "পয়লা ফাল্গুন আর প্রথম রোজা একই দিনে হয়েছিলো"! আচ্ছা লেখক কি ডাইরিতে সব লিখে রেখেছিলো! আর গল্প লেখার সময় সেই ডাইরির লেখাতে কিছু ডায়ালগ বসিয়ে আর নামগুলো পরিবর্তন করে উপন্যাসটি লিখে ফেলেছে?!! একবার আমার এক বন্ধু তখন কোন এক কারনে একটা চিড়কুটে লিখেছিলো, "If you love something, set it free. If it comes back to you, it is yours. If it doesn't, it never was." সেই লেখাটাও ফিরে পেলাম এই উপন্যাসে, কি আশ্চর্য!! আরও অনেক কিছু মনে পরে যাবে এই বইটি পড়লে, এ যেন এক টাইম ম্যাশিন!! বিশেষ করে '৯০ এর ছেলে মেয়েদের জন্য 😊 যথারীতি খুবই ঝরঝরে লেখা। তবে একটু বেশী সরল রৈখিক আর খুব বেশী ফোকাসড (বিজ্ঞানের ছাত্র বলেই কি!!)। গল্পে একটু এদিক ওদিক ঘুরে আসলে ভালো লাগে, তবে এটি একান্তই নিজস্ব ভাবনা। নব্য বন্ধুর বই বলে হয় তো একটু বেশী মনোযোগ দিয়ে পড়েছি। দুটো জায়গায় প্রিন্টিং মিসটেক পেলাম। ৮৩ পাতায় 'খেলায়' হয়ে গেছে 'হেলায়'। আর একটি ১৬ পাতার প্রথম শব্দে!! তবে এই ভুলটি পুরো লেখায় একটি মারাত্মক প্রভাব বিস্তার করবে পাঠকদের ওপর!!! 🤔
Read all reviews on the Boitoi app