এ বইটি মূলত মাযাহিরে উলূম সাহারানপুরের প্রধান পরিচালক হযরত মাওলানা সাইয়্যদে মুহাম্মদ সালমান মাযাহেরি দামাত বারাকাতুহুমের নির্দেশ পালন করে লেখা হলো। হযরত আমাকে জানিয়েছিলেন, 'মৌলভি সাদ সাল্লামাহুর যে কথাগুলো নিয়ে আপত্তি ওঠেছে, সেগুলোর ব্যাপারে একদল আলেম ও কয়েকজন উসতাযুল হাদিস যৌথভাবে তাহকিক করেছেন। তাদের তাহকিককৃত বই ছেপে এসেছে।' হযরত আমাকে এ কথাও জানিয়েছিলেন যে, 'এই নতুন জবাবি বইটি কয়েকজন আকাবির, উদাহরণস্বরূপ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাহেব, মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানি সাহেব ও মাওলানা মুফতি আতিক আহমদ বাসতাভি সাহেব (উসতায, দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌ) প্রমুখের কাছে শুদ্ধতা যাঁচাইয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।' হযরত এ কথাও বলেছেন, 'এ বইয়ের জবাবগুলোর ওপর যদি উলামায়ে কেরাম কোনো আপত্তি তোলেন তাহলে তা আমাকে লিখে জানিয়ো। আমি দেখতে চাই।'