ইসলামী বিভিন্ন গ্রন্থাদি রচনা করার উদ্দেশ্যে মিশরের জামে আযহারে অবস্থিত ইসলামী সংস্কৃতি কেন্দ্রে, ইসলামী জ্ঞানকে মুসলিম, অমুসলিম সকলের সামনে ফুটিয়ে তুলতে, বিশেষ করে আমেরিকান ও ইউরোপীয়দের সামনে তুলে ধরতে একটি পরিকল্পনা গৃহীত হয়। সেখানে রচিত গ্রন্থগুলো ইংরেজী ভাষায় অনুবাদ করার বিষয়টিও অন্তর্ভূক্ত হয়। এ মহান পরিকল্পনার কাজে অংশগ্রহণে আমাকেও আহ্বান জানানো হয়। সত্য কথা এ যে, গ্রন্থ রচনা করার এ পরিকল্পনাটি মহান কাজ ও অত্যন্ত মূল্যবান। এ ধরণের কাজ আরো আগ থেকে শুরু করা প্রয়োজন ছিল। কেননা ইউরোপ ও আমেরিকার মুসলমানগণ ইসলাম সম্পর্কে ততবেশি জানে না। আর এ স্বল্প পরিমাণ জ্ঞানও বিকৃতি থেকে মুক্ত নয়। অল্প কিছু দিন আগে আমার এক আযহারী বন্ধু আমেরিকা সফর করে আমার কাছে লিখলেন যে, এখানকার মুসলমানরা মদ বিক্রি করে ও বার চালিয়ে বহু অর্থ আয় করে। অথচ তারা এটাও বুঝে না যে, এটি ইসলামে জঘন্যতম হারাম। সে আরো বলেছে যে, সে সকল মুসলমানেরা ইহুদি ও খ্রিস্টান মেয়েদের বিয়ে করে, অথচ তারা মুসলমান মেয়েদেরকে বিয়ে করার ইচ্ছে করে না। সুতরাং মুসলমানদের অবস্থা যদি এমন হয়ে থাকে, তাহলে অমুসলিমদের অবস্থা কেমন? তারা তো ইসলাম, ইসলামের রাসূল ও মুসলমানদের বিকৃত রূপ দেখছে। কিন্তু ইসলামে থাকা সেই অপার সৌন্দর্য ও সত্যতার সাথে তারা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে না। অথচ এ কঠিন সময়েও আমরা ঘুমে অচেতন হয়ে পড়ে আছি।