মৃত্যুর পর মানুষ এই পার্থিব জগত পাড়ি দিয়ে সরাসরি আখেরাতের জগতে চলে যায় না। এর পূর্বে রয়েছে আরেকটি জগত। অর্থাৎ মৃত্যুর পর হিসাব-নিকাশ দেওয়ার অর্থ হলো বরযখ জগতের হিসাব নিকাশ ও প্রতিদান বা শাস্তি। তাই কারো মৃত্যুর পর তাকে কবরস্থ না করা হলে বা লাশ পুড়িয়ে ফেললে অথবা সাগরে ভাসিয়ে দিলে কিংবা কেউ পশু ও জীবজন্তুর পেটে চলে গেলেও আলমে বরযখে তার হিসাব নিকাশ হবে। তা থেকে কেউ রেহাই পাবে না। এ কথা সবাই জানে ও মানে যে, যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মৃত্যুর পর কী হবে, তা কেউ জানে না। নিজ থেকে জানারও কোনো উপায় নেই। এটা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি নবিদেরকে জানিয়েছেন, আমরা তা নবিদের কাছ থেকে জেনেছি। প্রত্যেক নবি তার জাতিকে জানিয়েছেন এবং প্রমাণ করে বুঝিয়েছেন। অর্থাৎ মৃত্যুপরবর্তী ঘাটিগুলো কী কী, কোন্ ঘাটিতে কৃতকর্মের কোন্ শাস্তি বা পুরস্কার অপেক্ষা করছে, সবই তাঁরা উম্মতের সামনে বর্ণনা করেছেন। আমাদের নবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবি, তাই তিনি এ বিষয়গুলো খুবই বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।