এ যুগের বিদগ্ধ মুহাককিক, কুরআন কারিমের গভীর বিশ্লেষক, দারুল উলূম দেওবন্দের কৃতিসন্তান হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি। যিনি দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌয়ের পরিচালক হযরত মাওলানা সাইয়্যদে মুহাম্মদ রাবে' হাসানি নদভি সাহেবের খলিফা। তিনি 'আসান তাফসির' নামে একটি তাফসিরগ্রন্থ সংকলন করেছেন। উলামায়ে দেওবন্দ তাফসিরগ্রন্থটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং গ্রন্থটির ওপর আস্থা প্রকাশ করেছেন।