কেমন হবে যদি আপনি জানতে পারেন সামনে থাকা মানুষটি আপনার মতো কোন সাধারণ মানুষ নয়? যাকে একনজর দেখার জন্য মেয়েরা পাগল হয়ে থাকে তার সাথে ভাগ্যের জোরে আপনার দেখা হয়ে গেলে তখন আপনার প্রতিক্রিয়া কিরূপ হবে? "আমার নাম্বারটা সেভ করে রেখো। কখনো মনে পড়লে তোমাকে কল করব। তুমি কি কিছু মনে করবে তোহা?" কিছুটা অবাক হলো তোহা। একজন কে-এক্টর যে এরকম কিছু তাকে বলবে এটা সে আশা করেনি। তবে তা প্রকাশ করল না। ভদ্রতার খাতিরে মিষ্টি হেসে বলল, " অবশ্যই। তোমার তো প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়ে থাকে, কথা হয়ে থাকে। যদি এতো মানুষের মাঝেও আমার কথা তোমার স্মরণে থাকে তবে তুমি যোগাযোগ করতে পারো। সাবধানে থেকো। " কে ছিল এই কোরিয়ান অভিনেতা? কিভাবেই বা তার সাথে তোহার পরিচয় হলো? কেমন ছিল দুই ভিনদেশী মানব-মানবীর গল্পের সমাপ্তি?
মোটামুটি ভালো হয়েছে
Read all reviews on the Boitoi app