সুশ্রী, আধুনিকী নুঝহাতের জীবনসঙ্গী হতে কত পুরুষ ব্যাlকুল! অথচ সেখানে আহবাব নামক সাধারণ এক পুরুষের কি তার কাছে অহংকার করা মানায়? বরং অন্যসব পুরুষদের মতোই সেও হবে তাকো পেতে চাইবার জন্য এক উপাসক। এমনটাই প্রত্যাশা করে অতি দাম্ভিক চরিত্রের নুঝহাত। কিন্তু যে মেয়েটি সকলের কাছেই সর্বদা ভীষণ আদরের, অমূল্য আর প্রশংসনীয়। সেই মেয়েটিই যখন সাধারণ এক দ্বীনদার পুরুষ আহবাবের কাছে বারবার নিজ কর্মকাণ্ডের কারণে অপমানিত হয়, ম্লান হয়ে যায় পুরুষটির কঠিন ব্যক্তিরূপের কাছে তার ব্যক্তিত্ব, রূপ সৌন্দর্য এবং সকল যোগ্যতা। তখন কি অনায়াসেই সেই অপমান, তুচ্ছতা গ্রহণ করে নিতে পারে নুঝহাত?
চমৎকার গল্প 💝
Read all reviews on the Boitoi app
বইটা পড়ে এতো মুগ্ধ হয়েছি বলার বাহিরে তা।এতো সুন্দর করে লেখিকা প্রতিটা শব্দ ও বাক্য উপস্থাপন করেছে তা সত্যি প্রশংসনীয়।শুরু থেকে শেষ এতো মনোযোগ দিয়ে পড়েছি যা কখনো অন্য গল্পের সময় পড়া হয়নি।মানে কি ভাবে আমি লেখিকার প্রশংসা করবো সে ভাষায় খুঁজে পাচ্ছি না।শুধু মনে হচ্ছে আরো আগে কেনো আমি এটা সংগ্রহ করে পড়লাম না। ফেসবুকে লেখিকার পেইজ থেকে সামান্য একটু পড়ে আহবাবের প্রতি একটু রাগ হয়েছিলো কেনো সে নুঝহাত কে এভাবে বকে/অপমান করে।কিন্তু পড়ার পর বুঝলাম নুঝহাত তার নিজের কর্মকান্ডের জন্য বকা খাচ্ছে।প্রথমে তো সেই সিরিয়াস হয়ে পড়েছি শেষে এসে সিরিয়াসের বদলে মিটিমিটি হেসে কখনো একটু উচ্চ স্বরে হেসে ফেলেছি🤭। তবে শেষের দিকে আহবাব আর নুঝহাতের কিছু খুনসুটি নিয়ে আরো একটু পড়তে পারলে বোধহয় আরো শান্তি লাগতো। যাইহোক আমি অনুভূতি প্রকাশ করতে পারি না তাই হয়তো রিভিউ ও লেখা আমার দ্বারা হয় না । তার জন্য অত্যন্ত দুঃখিত লেখিকা আপি🥺। লেখিকা আপির জন্য আগামীর শুভ কামনা রইলো আর আমাদের জন্য এমন সুন্দর সুন্দর গল্প লেখার অনুরোধ রইলো।❤️❤️
আপু শূন্য কুলায় ফেরারি পাখি বইটি বইমেলা থেকে কিনতে চেয়েছিলাম ।কিন্তু ইবুক আসায় কেনার আর ধৈর্য হয়নি।সাথে সাথে কিনে সাথে সাথে পড়ে শেষ করে ফেলি।এত এত ভালো লেগেছে গল্পটি ।আহবাব এর মত জীবনসঙ্গী আমার জীবনে পাওয়ার আশা রাখি।এত ধৈর্যশীল পুরুষ যে হয় তা আমি এ গল্পটি পড়ে বুঝতে পারি ।তোমার কাছে এ ধরনের গল্প পাওয়ার প্রত্যাশা আরো করি।
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন? শুন্য কূলায় ফেরারী পাখী যখন আপনি প্রমোশন পোস্ট দিলেন কিছুদিন আগে তখন আমার মনটা বলতো ইস অনেক সুন্দর একটি প্লট যা আমাকে শুধু আফসোস এর মাঝে রাখছিল। আমি এতো বই পাগল না কিন্তু আপনার লেখাগুলো আমায় চুম্বকের মতো ঠানে। বিগত যত বই বের হয়েছে টাকার অভাবে কিনতে পারিনি।কিন্তু এখন টাকা হয়েছে কিন্তু আমি ধরাছোঁয়ার বাইরে। শূন্য কূলায় ফেরারী পাখি আমায় কাদিয়েছে আবার প্রশান্তিও দিয়েছে। জিবনে ভূল হওয়া স্বাভাবিক আবার জিদ ত মেয়েরা একটু করবেই, তবে নুঝহাত একটু বেশিই করেছে। কোথায় যেন পড়েছিলাম একটি ঘটনা, যে কাঠের মাঝে পেরেক মারার পর যদি তা আবার তুলে নেওয়া তাও তার দাগ থেকে যায় তেমনই নুঝহাতের এমন জিদের জন্য গোটা একটা ফ্যামিলি অই ছন্নছাড়া হয়েছে।তবে নুঝের যে শেষ বেলায় বোধটা এসেছে এটা সবার আসেনা আর আসলেও নিজের কৃতকর্মের জন্য লজ্জায় চিরতরে দূরে সরে যায়।ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে কিন্তু অনেক নারীরাই শয়তানের ধোকায় পরে যায় যেমন নুঝ পরেছিল তার অতিরিক্ত জিদ নিয়ে।আহবাব অনেক সুন্দর একটি চরিত্র ছিলো তবে যেহেতে আহবাবের কিছু কথা গুলো অনেক ডিপ একটা ইফেক্ট করে দেয় নুঝহাতকে। কথায় আছে মুখের মাঝেই সুখ আর মুখের কথাতেই দূর্ভোগ। একটা পরিনত মেয়ে এমন অপমান কখনোই মেনে নিবেনা। যাইহোক প্লটের সবকয়টা চরিত্রের মাঝে বেশ লেগেছে আয়েশাকে। এমন ফুপু খুব কম ছেলে মেয়েরাই পায়।খুব ভাগ্য থাকলে এমন ফুপু মিলে নইলে ফুপুরা অনেক জগন্য হয়। আর আপনাকে নিয়ে আর নতুন করে কি বলবো, আপনার প্রশংসা করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি তাও বলি অনেক মনমাতানো লেখা লেখেন আপনি। একবার শুরু করলে শেষ না করে উঠা যায়না চুম্বকের মতো যেন ঠানে সারাটাক্ষন। ধন্যবাদ আমার মনে প্রশান্তির এনে দেওয়ার জন্য। ভালো থাকুন ইতি কোনো এক অজানা পাঠক।
বইটা ভালো ছিল। বাস্তবিক দিকগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভুল তো মানুষের মধ্যেই হয়। নুঝহাত ভুল করেছে এবং নিজের ভুল বুঝতে পেরেছে। আহবাবের নুঝহাতকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা ভালো লেগেছে।
Khub khub valo legeche boita. Lekhikar lekha amar bora bor pochonder.Boi, fb te lekha shob gulai prui pora.Suvhokamona onek.
শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছুই হইছে গল্পটা খুব খুব ভালো লাগছে