বিয়ের সাথে জড়িয়ে থাকে দায়িত্ব। আর এই দায়িত্বের প্রতি ভীষণ অনীহা বরফের দেশে বড়ো হওয়া বাঙালি মেয়ে ফারিহার। অথচ, কাজিনের বিয়ে উপলক্ষ্যে বাংলাদেশে এসে সে যেন নিজেকেই হারিয়ে ফেলল। যার মাঝে হারাল, সে কী পারবে ফারিহাকে নতুন রূপে ফিরিয়ে আনতে। নাকি কোনো এক ঝড় এসে দুটো ফুলকেই পিষে নিবে অবহেলা আর অনাদরে। এ এক জটিল সম্পর্ক, এক জটিল প্রণয়। নিজেকে হারিয়ে ফিরে পাবার গল্প।
এক কথায় অসাধারণ ছিল গল্পটা। শেষ বিকেলের মায়ায় যে গুলো মিসিং ছিল তা খুব ভালো ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে। মধ্যবর্তী পর্বে তো ভেবেই নিয়েছিলাম হয়তো রিহান এর সাথে এইবারও মিল হলো না কিন্তু আমারা যা ভেবে থাকি লেখিকা আপু আরও অনেক ধাপ এগিয়ে লেখেন, যা আমাদের ভাবনারও বাইরে। শেষে জবায়ের এর জন্য অনেক খারাপ লেগেছে একটা ছোটো ভুলের জন্য নিজের জীবন দিয়ে তার শোধ করতে হয়েছে ছেলেটিকে। সবশেষে গল্পটি অনেক অনেক সুন্দর ছিল। লেখিকার আগামীর জন্য অনেক শুভ কামনা। (Payel)
Read all reviews on the Boitoi app
Sundur chilo golpo ta but rihan ar fariha character amr kache ank vlo lage apu oder r modde something missing chilo,,, jeta ai golpo ta fully futaiya tulte pare nahi,, rihan ar farihar k niya aro sundur moment hoite parto,,, but tmi jeta best mone korso golper jonno sevabei lakhso,, but ami pore amr jegula missing mone hoise seta bolsi plz mind koiro na apu ,,, tnx apu ☺️
অসাধারণ ছিলো💝