আন্দামান সমুদ্রে নিজ হাতে মায়ের মৃতদেহ ছুড়ে ফেলতে হয়েছিল তাকে। নীল জলে কালো বোরকায় ঢাকা কাফনে মোড়ানো মায়ের সাথে সাথে ডুবে গিয়েছিল তার জাগতিক সব ‘ভয়’ ও ‘আকাক্ষা’। মানুষ যা হারায়, ফিরে পায় তার চেয়েও বেশি। সবার অজান্তে তাকদির তাকে তুলে নিয়েছিল তার জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য । সেই নেতৃত্ব তাকে পৌঁছে দিয়েছিল, অনিন্দ্যসুন্দর এক: ফ্রন্টলাইনে… The fiction based on fact
রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে অসাধারণ একটা উপন্যাস।
Read all reviews on the Boitoi app
লতিফুল ইসলাম শিবলী আমার অন্যতম প্রিয় একজন লেখক। তার লেখা উপন্যাসগুলো আমার কাছে অসাধারণ মনে হয়। এক একটা মাস্টারপিস উপন্যাস, যেগুলোতে দেওয়া ম্যাসেজ আসলে অনেক লেখক সাহস করে তার বইতে লিখে না। সেখানে তিনি প্রচুর সাহসীকতার প্রমাণ দেখিয়েছেন। 'ফ্রন্টলাইন' উপন্যাসেও তেমন মুসলিমদের গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে পশ্চিমারা কিভাবে ঘুরিয়ে পেচিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের রূপ দিতে পারে সেটারই একটা চক্রান্তের নমুনা উপন্যাসের মধ্যে পাওয়া যায়। বিষয়গুলো যেমন আশঙ্কাজনক তেমনি খুব হৃদয়বিদারক। হয়তো আল্লাহ সহায়তা করলে একসময় এসব চক্রান্তের জাল ছিন্ন করা সম্ভব হবে ইনশা আল্লাহ।