মীর মশাররফ হোসেন কারবালার ইতিহাস লিখেছেন (বিষাদ - সিন্ধু ) যা পাঠকের মনে সাড়াজাগানো এক ইতিহাস । এত সুন্দর ভাবে লিখেছ যা বাংলাসাহিত্যর প্রাণ বলে মনে হয় তার লেখা বই টি বাংলা সাহিত্যের জন্য অপরিসীম । ভূৃমিকা রাখে পাঠেকর মনে দোলাদেয় এত সুন্দর ভাবে কারবালার করুন কাহিনী লিখে পাঠকের মন জয় করেছেন মীর মশাররফ হোসেন