মাহবুব ভাইয়ের হার্টে খুব ব্যথা। ডাক্তার বলছে, অপারেশন করতে হবে। কিন্তু মাহবুব ভাই কিছুতেই রাজি হচ্ছেন না। তাঁর ধারণা, ব্যথাটা হার্টে নয়, ব্যথাটা বাইরে তৈরি, লাগছে বুকে। আর এই ব্যথার উৎস নিতু। হার্টে ব্যথা দেওয়ার ছাড়াও নিতু অন্য ঝামেলাও করছে খুব। ইদানীং নিতু সবসময়ই মাহবুব ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় গুপচি মেরে বসে থাকে। যেমন, সেদিন সকালে, তিনি দাঁত ব্রাশ করতে আয়নায় মুখ দেখলেন। ওমা... সব দাঁতের মধ্যে নিতু। দাঁত ধরে লটকে আছে। মাহবুব ভাই ব্রাশ করতে যান, নিতু ধাক্কা দিয়ে ব্রাশ সরিয়ে দেয়। মহামুশকিল! মাথা আঁচড়াতে গেলে চিরুনিতে নিতু। চিরুনি কিছুতেই চুল থেকে ছাড়ানো যায় না। চিরুনির নিতু শক্ত করে মাহবুব ভাইয়ের চুল টেনে ধরে রাখে। বাজার করতে গেলে বাজারের ব্যাগের ভেতরে নিতু। পকেটে হাত দিলে সেখানেও নিতু! ঘুমাতে গেলে বালিশেও নিতু। এমনকি মাহবুব ভাইয়ের বিশেষ জায়গায়ও তিনি নিতুকে দেখতে পান। এসবের মানে কি? প্যান্টের জিপ খুলতেই এখন তাঁর খুব ভয় লাগে, কখন না আবার নিতু বেরিয়ে আসে! হুহ! আজ সকালে তো তিনি তাঁর অফিসের বস শহিদুজ্জামান স্যারের গালে নিতুকে বসে থাকতে দেখলেন। নিতু সেখানে দিব্যি আরাম করে পান চিবুচ্ছে। মাহবুব ভাইয়ের দিকে তাকিয়ে চোখ কুঁচকে স্যারের নাকে পিকও ফেললো। মাহবুব ভাই চট করে নিতুকে চড় মেরে দিলেন, ব্যস। স্যারের গালে চড়! এখন চাকরি যায় যায় অবস্থা। মাহবুব ভাই মুখ কুঁচকে বললেন, "নিতুরে, তোকে আমি খেয়ে ফেলবো... যাস্ট ভর্তা করে চিবিয়ে খাবো। আমার স্যারের গালে বসে পান খাওয়া... বের করবো আমি।"
"অনেক দিন ধরে বইটা কিনবো ভাবছিলাম।কেনা হচ্ছিলো না।গতকাল বিকালে কিনলাম আর মাত্রই শেষ করলাম।এক অদৃশ্য ভালো লাগা, ভালোবাসায় মনটা ছেয়ে গেলো।মাহবুব ভাইয়ের ভালোবাসার ভালোবাসায় পরে গেলাম। ১০০% টাকা উসুল বই। সত্যিই খুব খুব বেশি ভালো লেগেছে।"
অনেক দিন ধরে বইটা কিনবো ভাবছিলাম।কেনা হচ্ছিলো না।গতকাল বিকালে কিনলাম আর মাত্রই শেষ করলাম।এক অদৃশ্য ভালো লাগা, ভালোবাসায় মনটা ছেয়ে গেলো।মাহবুব ভাইয়ের ভালোবাসার ভালোবাসায় পরে গেলাম। ১০০% টাকা উসুল বই। সত্যিই খুব খুব বেশি ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
Onk vlo .. onno rokom Ekta golpo..🥹✨
এতো সুন্দর কেনো 😭 আমার মন এখন পরে কী হয়েছে সেটা জানতে চাইতাছে 💔
উফ্ফ নিতুর মাহবুব ভাইয়ের সে কি কথা আর উপমার ভান্ডার❣️ পড়তে পড়তে মুগ্ধতার পাশাপাশি হাসতে হাসতে পেটে খিলি! এ লাইনটা পড়ে হাসি আর থামেই না—-“তাল লয় সবই ঠিক আছে, শুধু গানটা থেকে হাল্কা মুতের গন্ধ বেরিয়েছে!” আবার যখন বলে—-“তোর বাবা যে ওয়েল ডিসিপ্লিনড, আমার মনে হয় তোর বাবা একটা সরকারী ছুটির দিন দেখেই মারা যাবে!” ইয়া খোদা, নিতুর মাহবুব ভাই কি বলে, “আমি হচ্ছি দ্যা ক্রিমি ম্যান, সবকিছু আমার কোমল আর তুলতুল বুঝলি!” নিতুর মা-ও কম যায়না—-“পড়ে পড়ে তো আলুথালু চুলের আইনস্টাইন বনে যাচ্ছিস!” খুব মজা নিয়ে বইটা পড়লাম। যেটা দৃষ্টিকটু লেগেছে—-মাহবুব ভাই একজন ইন্টিলিজেন্ট এডাল্ট এমন হুটহাট নিতুর পেন্টি/ব্রা নিয়ে টানাটানি না করলেও পারতেন।
𝑨𝒎𝒓 𝒑𝒐𝒓𝒂 𝒕𝒐𝒙𝒊𝒄 𝒃𝒖𝒕 𝒐𝒏𝒌 𝒔𝒖𝒏𝒅𝒐𝒓 𝒓 𝒎𝒐𝒏 𝒎𝒐𝒕𝒐 𝒂𝒌𝒕𝒂 𝒔𝒕𝒐𝒓𝒚.. 𝑵𝒆𝒙𝒕 𝒂𝒓 𝒋𝒐𝒏𝒏𝒐 𝒐𝒅𝒉𝒊𝒓 𝒂𝒈𝒓𝒐𝒉𝒆 𝒐𝒑𝒆𝒌𝒌𝒉𝒂 𝒌𝒐𝒓𝒄𝒉𝒊 𝒋𝒆𝒕𝒂 𝒐𝒏𝒌𝒕𝒂𝒊 𝒃𝒊𝒓𝒐𝒌𝒕𝒕𝒊𝒌𝒐𝒓 𝒂𝒎𝒊 𝒑𝒐𝒓𝒕𝒆 𝒑𝒐𝒄𝒉𝒐𝒏𝒅𝒐 𝒌𝒐𝒓𝒊 𝒕𝒐𝒃𝒆 𝒔𝒆𝒔 𝒏𝒂 𝒉𝒐𝒘𝒂 𝒌𝒊𝒏𝒈𝒃𝒂 𝒎𝒂𝒋𝒉 𝒑𝒐𝒕𝒉𝒆 𝒕𝒉𝒆𝒎𝒆 𝒕𝒉𝒂𝒌𝒂 𝒔𝒕𝒐𝒓𝒚 𝒈𝒖𝒍𝒊 𝒎𝒐𝒕𝒆𝒐 𝒑𝒐𝒄𝒉𝒐𝒏𝒅𝒐 𝒏𝒐𝒚 𝒂𝒋 𝒋𝒆𝒊 𝒂𝒔𝒉𝒂𝒚 𝒃𝒐𝒊𝒕𝒊 𝒌𝒊𝒏𝒆 𝒔𝒆𝒔 𝒌𝒐𝒓𝒕𝒆 𝒄𝒉𝒆𝒚𝒆𝒄𝒉𝒊𝒍𝒎 𝒕𝒂 𝒓 𝒉𝒐𝒍𝒐𝒏𝒂 𝒐𝒔𝒐𝒎𝒑𝒖𝒓𝒏𝒐 𝒈𝒐𝒍𝒑𝒐, 𝒕𝒐𝒃𝒆 𝒂𝒕𝒐 𝒌𝒊𝒄𝒉𝒖𝒓 𝒎𝒂𝒋𝒉𝒆𝒐 𝒂𝒎𝒊𝒐 𝒔𝒕𝒐𝒓𝒚 𝒕𝒂 𝒌𝒉𝒖𝒃 𝒆𝒏𝒋𝒐𝒚 𝒌𝒐𝒓𝒆𝒄𝒉𝒊 𝒏𝒆𝒙𝒕 𝒂 𝒓 𝒑𝒐𝒓𝒂 𝒉𝒐𝒃𝒆 𝒌𝒊𝒏𝒂 𝒋𝒂𝒏𝒊𝒏𝒂 𝒕𝒐𝒃𝒆 𝒐𝒑𝒆𝒌𝒌𝒉𝒂𝒚 𝒕𝒉𝒂𝒌𝒃𝒐 𝒌𝒐𝒏𝒐 𝒂𝒌 𝒔𝒐𝒎𝒐𝒚 𝒋𝒌𝒉𝒏 𝒔𝒕𝒐𝒓𝒚 𝒕𝒂 𝒄𝒐𝒎𝒑𝒍𝒆𝒕𝒆 𝒉𝒐𝒃𝒆 𝒔𝒆𝒕𝒂 𝒑𝒐𝒓𝒆 𝒔𝒐𝒎𝒂𝒑𝒕𝒕𝒐 𝒌𝒐𝒓𝒂𝒓...
ফেসবুকে কোথাও গল্পের কয়েক লাইন পড়েই চিন্তা করলাম যেকোনো ভাবেই হোক বইটা আমার পড়তে হবে। কিন্তু আমি তো দেশের বাইরে থাকি এই বই পাবো কোথায়, কাউকে দিয়ে যে আনাবো , সময় লাগবে তারও ধৈর্য নেই। অনেক খুঁজে পেয়ে গেলাম বইটই এ! পড়ে ফেললাম ৪-৫ দিন এর ভিতরেই! যারা চিন্তা করছেন কিনবেন কি না, চোখ বন্ধ করে কিনে নেন। ইট উইল বি ওর্থ রিডিং। মজার ব্যাপার হলো , এই বইটা খুঁজতে গিয়ে আমার বইটই এর সাথে পরিচয়। ভালোই লাগছে এত সুন্দর একটা প্লাটফর্ম দেখে। এখন আর বাংলা বই পড়ার জন্য ৮০০০ মাইল দূরে থেকে বই আনাতে হবে না।
আপনার ফেবুকের গল্পগুলোই অনেক সুন্দর। অনেক আশা নিয়ে বইটা কিনেছিলাম... বাট, পাড়ার পরে... 🤦♀️😫
আপনার পরিচ্ছন্ন লেখা বারবার মন ছুঁয়ে যাচ্ছে।এখন পড়ছি মাতোয়ারা হয়ে।চমৎকার লেখার হাত।নিতুর মাহবুব ভাইর সাথে ঘুরতে যাচ্ছি ।মনে হচ্ছে ঘোরাঘুরি টা চমৎকার হবে।শুভকামনা আপনার জন্য।
এইবার এক প্যাকেট নিতু মাহবুব দিয়ে দিন।নইলে আমি অপেক্ষা করতে করতে স্ট্রোক করব কখন
এক প্যাকেট নিতু মাহবুব কি আসবে এই app এ?