আমরা হাজার বছর ধরে সমাজ বিনির্মাণের কাজ করছি, এজন্য মানুষের পরিশ্রম, সাধনাও গবেষণার প্রয়োজন হয়েছে। কাজ করতে করতে মানুষের মগজের উন্নয়ন হয়েছে এবং মানুষ আরও উন্নত হয়েছে, উন্নত হয়েছে তাদের বাড়ি, উন্নত হয়েছে তাদের বিয়ে ব্যবস্থা, উন্নত হয়েছে তাদের রাজনৈতিক দল। এভাবে অনেক উন্নয়ন সাধিত হয়ে আজকের এই আধুনিক রাষ্ট্রের রুপ নিয়েছে। আমরা পেয়েছি এক স্বাধীন জীবন। এ জায়গায় আসতে তাদেরকে পারি দিতে হয়েছে, আদিম সমাজ, দাস সমাজ, এমনকি সামন্ত সমাজ। এছাড়া৷ মহাবিস্ব একটি গোলক ধাধা সবার কাছে, আমরা দিন রাত কিভাবে হয় এই ঘটনা জানলেও জানিনা সাদা মেঘ আর কাল মেঘের কারণ, কেন সূর্য লাল দেখায়, কেন তারা মিটিমিটি জ্বলে। এই পৃথিবী কিভাবে এতটা বসবাস যোগ্য হলো, এসব বিষয় নিয়ে থাকছে গবেষণার বই।