কত মাসের জমিয়ে রাখা তৃষ্ণা মিটাতে আমি ছুটে গেলাম দীপুদের বাসায়। আন্টি বরাবরের মতন আন্তরিক। ভালোবেসে অনেক কিছু রান্না করছেন। সেসব আমার গলা দিয়ে নামে না। আমার নজর এদিক ওদিক। দীপু বলল, দিশা বাসায় নেই। স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে। জানিনা কী কারণে আমার চোখে পানি এসে গেল। আল্লাহ একী পরীক্ষা নিচ্ছেন আমার! অথচ এতো কষ্টের কোনো কারণ নেই। এতদিন অপেক্ষা করতে পারছি আরও কিছুক্ষন আর কী বা ব্যাপার! দিশা এলো সন্ধ্যেবেলা। সেই চিরচেনা নিশ্চুপ হাসি। আমাকে জিজ্ঞেস করলো কেমন আছি! ভালো আছি বলতে গিয়েও আমার গলা আটকে যায়৷ কী লজ্জার ব্যাপার! আমি টেনশনে থাকি দীপুটা আবার না বুঝে ফেলে।
সুন্দর গল্প
Read all reviews on the Boitoi app
সব ভালো তাই বলে বাসর রাত কাইন্দা কাইট্টা🙄। কই খোপার জট খুলবে তানা কইরা চোখ ভিজাচ্ছে।
নিপার লেখা বরাবরই চমৎকার লাগে। গল্পে বাড়তি মেদ থাকে না। কাহিনি ঝরঝরে ও লেখনশৈলী সাবলীল। শোভনের ভালোবাসার জোরেই হয়ত দিশার ভালোলাগা জুড়ে গেলো।
উনার সব লেখাগুলোই আমার কাছে অসাধারণ লাগে। 🥰
গল্পটি অসাধারণ লেগেছে আমার কাছে....
মিষ্টি একটা গল্প....