মাওলানা সাদ সাহেব নিজেও বারবার বলেছেন যে, উলামায়ে দেওবন্দের মতাদর্শের ওপর আমাদের সবার দৃঢ়তার সঙ্গে অবস্থান করতে হবে। এ নির্দেশনা তিনি বারবার দিয়েছেন। সেই উলামায়ে দেওবন্দের মতাদর্শ হলো, আম্বিয়া আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরাম রাদি. এর ক্ষেত্রে খুবই সতর্ক শব্দ ব্যবহার করতে হবে। কারো সঙ্গে যেন বেয়াদবি না হয়, বা কোনো ধরনের অমর্যাদা প্রকাশ না পায়, এর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ এ ধরনের কাজ করে ফেললে এর ওপর আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থী উলামায়ে কেরামের চুপ থাকা সমীচীন হবে না। তাদেরকে অবশই পূর্ণ শক্তিতে তা প্রতিহত করতে হবে। হাকিমুল ইসলাম মাওলানা কারি মুহাম্মদ তাইয়্যবে সাহেব রহ. আহলে সুন্নাত ওয়াল জামাআতের এই মতাদর্শের ব্যাখ্যা করে লিখেছেন,