জীন এবং শয়তান নিয়ে আমাদের কৌতুহল সব সময়ই থাকে। কখন আমরা কাল্পনিক জগতে চলে যাই কখনো মস্তিষ্কের ভুল ভেবে বসি। জীন জাতী ইসলামিক বিশ্বাস এর অন্যতম একটি বিষয়। লেখন কুরআন ও সুন্নাহর আলোকে অনেক সুন্দর করে লিখেছেন। যা আমাদের জীন ও শয়তান সম্পর্রকে সঠিক ধারণা রাখতে ভূমিকা রাখবে। বইটি সকলের এই বিষয়ে জানা ধারণা বা কুসংস্কার দূর করতে সহায়তা করবে ইন শাহ আল্লাহ
Read all reviews on the Boitoi app
শয়তান হলো মানবজাতির শত্রু৷ শত্রু সম্পর্কে অজ্ঞ থাকলে শত্রুকে মোকাবেলা করা সম্ভব নয়৷ তাই প্রত্যেক মানুষের উচিৎ শয়তান সম্পর্কে পড়াশোনা করা৷৷