প্রতিটি ভোর একটি নতুন অভিজ্ঞতা, একটা দিনের শুরু, অভাবনীয় সম্ভাবনাময়। এরকম একটা দিন শুরু করুন নতুন চিন্তায়, উজ্জীবনে, আধ্যাত্যিকতায়, মঙ্গলময়তায়। ওশো-র 'ফার্স্ট ইন দ্য মর্নিং'-এর পাতায় প্রতিটি নতুন দিনের অনুপ্রেরণা খুঁজে নিন। আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি যেখানে আমাদের দিনগুলো শুরু হয় ইমেইলে, কাজের ফিরিস্তিতে, সংবাদের বিভ্রান্তিতে। ওশো আপনার দিনটিকে আরও ধ্যানপূর্ণ ও নির্মল উপায়ে শুরু করার জন্য বিকল্প পন্থা সরবরাহ করেছেন। এই অসাধারণ বইটি ছোট পাঠ্যাংশে ভরা, প্রতিদিনের ধ্যান ও জ্ঞানে আপনার দিনটি শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু পাবেন এতে। প্রতিদিন সকালে, এসবের মধ্যে পাওয়া প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টিতে নিজেকে নিমজ্জিত করুন, আপনার মনকে ধ্যানের সারমর্ম উপভোগ করতে দিন, যা আপনাকে পুরো দিনটিকে সাবলীল ও সমৃদ্ধ করে তুলবে।