আমরা আমাদের সকল বাংলাদেশি ভাইদেরকে বিনম্রতার সঙ্গে এ আহ্বান জানাই যে, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের উলামায়ে কেরাম, বুযুর্গানে দ্বীন ও মাদরাসাসংশ্লিষ্ট মহলকে ভুল বুঝবেন না। তাঁরা গতকালও যেমন আপনাদের কল্যাণকামী ও সমব্যাথী ছিলেন, আজও তেমনই আছেন। ইনশাআল্লাহ আগামীতেও থাকবেন। কিন্তু আমাদের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যেই অসদাচরণ, জুলুম ও সীমালংঘন হয়েছে, যত দ্রুত সম্ভব, তার প্রায়শ্চিত্ত করে নিন। তাঁদের কাছে করজোড় করে ক্ষমা চেয়ে আল্লাহকে রাজি করিয়ে নিন। যদি এমনটি না করেন তাহলে প্রবল আশঙ্কা রয়েছে যে, এ সকল আল্লাহওয়ালা উলামা ও নবির ওয়ারিসগণের ওপর জুলুম, নির্যাতনের পরিণতি হিসেবে আমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে কোনো গজব-বিপদ নেমে আসতে পারে। কেননা এ কথা স্পষ্ট যে, এই অকল্পনীয় দুর্ঘটনায় প্রচুর সংখ্যক উলামা ও তালিবুল ইলম গুরুতর আহত হয়েছেন।