অতি মানব শব্দটা একটা উপমা মাত্র। মূলত সুপারহিরো জনারকেই আমরা বেশি প্রাধান্য দেই এক্ষেত্রে। বৈশ্বিক সাহিত্যের উন্নয়নের কারণে বাংলাদেশেও পড়েছে তার জোয়ার। সেই হিসাবে আমরা নিত্য নতুন গল্প সিরিজ দেখছি বিভিন্ন লেখক এর । লেখক রাগিব রচিত বাংলাদেশের অতি মানবেরা ফিকশনাল সিরিজ অত্যন্ত পাঠক সমাদৃত। প্রায় এক যুগ ধরে যারা এই সিরিজের অমনিবাস দ্বিতীয় খন্ড প্রকাশিত হলো। পাঠক, সুপারহিরো গল্পের এক রোমাঞ্চকর অভিযানের জন্য আপনি তৈরি তো?