ড. ইউসুফ আল কারযাভী বর্তমানের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি-চিন্তাবিদ আলিম। তাঁর বিখ্যাত বই “আল ইসলাম ওয়াল কিয়ামুল ইনসানিয়্যাহ” থেকে অনুবাদ করেছে এই সময়ের তরুণ অনুবাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন। অনূদিত গ্রন্থটির বাংলা নামকরণ করা হয়েছে “ইসলাম ও মানবিক মূল্যবোধ”। আলোচ্য গ্রন্থে ড. ইউসুফ আল কারযাভী প্রধান প্রধান মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন এবং ইসলামি শরিয়তে এগুলোর কী অবস্থান, তা ব্যাখ্যা করেছেন। বর্তমান সময়ে ইসলামের আলোকে মানবিক মূল্যবোধের বড় অভাব। বইটি পড়লে সহজেই বুঝা যাবে ইসলাম মানুষকে কি ধরণের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে দিক নির্দেশনা দিয়েছে। আশাকরি প্রয়োজনীয় এই বিষয়টি পাঠকদেরকে আকর্ষণ করবে এবং নিজেকে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরী করার প্রয়াস পাবেন।